যারা প্রচুর ঘুড়ে বেড়াতে ভালবাসেন তাদের যাত্রাপথের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে মোবাইল ইন্টারনেট। তার ভেতরে যদি মোবাইলে বাংলা সাইটগুলো ভ্রমণ করা যায় তাহলে তো কথাই নেই। বেশির ভাগ মোবাইল ফোনে এখন বাংলা S.M.S বা ওয়েবসাইট দেখার সুবিধা থাকে । বাংলা ওয়েবসাইট দেখার জন্য অপেরা মিনি বেশ জনপ্রিয় ।
১) http://www.opera.com/mini থেকে প্রথমে অপেরা মিনি ব্রাউজারটি ডাউনলোড করে নিন।
২) অপেরা মিনি ওপেন করে এড্রেসবারে লিখুন- opera:config
৩) অপেরা কনফিগার পেজ ওপেন হলে Use bitmap fonts for complex scripts অপশনটি খুঁজে বের করে YES করে সেভ করুন।
৪) 'সেভ' করা শেষ হলে অপেরা ব্রাউজার থেকে বের হয়ে যান । এরপর মোবাইলটি একবার বন্ধ করে আবার চালু করুন । পরখ করার জন্য মোবাইল থেকে যেকোনো বাংলা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন ।
No comments:
Post a Comment